ঝড়বৃষ্টি – বজ্রপাত চলাকালীন সময়ে করণীয় ও সতর্কতা অবলম্বন
আমাদের দেশে গ্রীষ্মকালে প্রতি বছরেই ঝড়বৃষ্টি ও বজ্রপাত হয়ে থাকে। এ সময় অনেকই আহত এবং মৃত্যু হয়। তাই নিরাপদে থাকতে অবশ্যই ঝড়ের সময় সতর্ক থাকতে হবে।
ঝড়বৃষ্টি – বজ্রপাত শুরু হলে যা যা করবেনঃ
১. ঝড় শুরু হলে নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে হবে। ঘন ঘন বজ্রপাতের সময় খোলা বা উঁচু জায়গায় না থেকে দালানের নিচে আশ্রয় নিন।
২. বাইরে থাকলে উঁচু গাছপালা ও বিদ্যুতের লাইন থেকে দূরে থাকুন।
৩. বজ্রপাতের সময় আশপাশের ধাতব পদার্থকে আকর্ষণ করে। সঙ্গে ধাতব বস্তু যেমন– আংটি, চাবি, কাস্তে, কোদাল ও মোবাইল রাখবেন না।
৪. ঝড়ের সময় ঘরের জানালার গ্রিল থেকে দূরে থাকুন।
৫. ঝড়ের সময় কোনোকিছু চার্জ দেয়া থেকে বিরত থাকুন।
৬. সব ধরনের বিদ্যুতের সুইচ বন্ধ রাখুন।
৭. ঝড়ের সময় টিভি-ফ্রিজ বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন।
৮. টিভি, ফ্রিজ সংযোগ বন্ধ রাখুন।
৯. বজ্রপাতের সময় গাড়ির ভেতরে থেকে নিরাপদ স্থানে চলে যান।
১০. বজ্রপাতের সময় চামড়ার ভেজা জুতা বা খালি পায়ে থাকা খুবই বিপজ্জনক। রবারের গামবুট এ ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করবে।