বগুড়ায় ডাক্তার,কারারক্ষী ও পুলিশসহ ১০ জনের করোনা পজিটিভ
বগুড়ায় ২৪ ঘন্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষার ১৮৮ টি ফলাফলের মধ্যে ১০ জনের শরীরে কোভিড-১৯ অর্থাৎ করোনা ভাইরাস ধরা পড়েছে।
করোনা আক্রান্ত ১০ জন ব্যক্তিই বগুড়া জেলার।
সোমবার ১৮ মে, ১৮৮ টি নমুনা পরীক্ষা সবগুলোই বগুড়া জেলার। এ পরীক্ষার ফলাফলে ১০ জন ব্যক্তির করোনা পজিটিভ এসেছে এবং বাকি ১৭৮ টি নমুনা পরীক্ষার ফলাফল সবগুলো নেগেটিভ এসেছে বলে খবরটি বগুড়া লাইভকে আজ রাত ৯ টায় নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
বগুড়ায় আক্রান্ত ১০ জন ব্যক্তির মধ্যে দুইজন জন ৪০ বছরের পুলিশ কনস্টেবল, এক জন ৩২ বছরের কারারক্ষী, একজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের হ্রদরোগ বিশেষজ্ঞ ডাক্তার, তিনি রোগী দেখা কেন্দ্রিক করোনা পজিটিভ।
অন্যান্যদের মধ্যে চার জন ঢাকা ফেরত শিবগঞ্জ, সারিয়াকান্দি, গাবতলি, ও বগুড়া সদরের ব্যক্তি। তাদের বয়স ২৭ থেকে ৫৫ বছরের মধ্যে। অপর একজন ব্যক্তি বগুড়া শেরপুর উপজেলায় একটি ক্লিনিকে কাজ করেন এবং আক্রান্ত অন্য এক ব্যক্তি বগুড়া সদরের। তার মুঠোফোন বন্ধ থাকায় সংক্রমিত হওয়ার কারণ সহ বিস্তারিত জানা যায়নি।
এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত-৮৮ জন। এদের মধ্যে ১১জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ায় এখন রইলো ৭৭ জন।