বগুড়া পৌরসভার বর্জ্য সংগ্রহকারীদের মাঝে পিপিই বিতরণ
বগুড়া পৌরসভার ৫নং ওয়ার্ডে গৃহস্থালী বর্জ্য সংগ্রহকারীদের মাঝে ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী (পিপিই)বিতরণ এবং “পিপিই এর ব্যবহার ও #COVID_19 করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে করোনীয়” বিষয়ে প্রশিক্ষণ প্রদান:
সমগ্র বিশ্বে বর্তমানে মহামরি রূপ নেওয়া করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবাই যখন বাসায় অবস্থান করে নিরাপদে থাকার চেষ্টা করছি তখন প্রতিদিন গৃহস্থালির দৈনন্দিন বর্জ্য সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন আমাদের এলাকার বর্জ্য সংগ্রহকারী বা পরিচ্ছন্নতাকর্মীরা।
কিন্ত অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে বর্জ্য সংগ্রহকারী বা পরিচ্ছন্নতাকর্মীরা জানেন না কোন বাসায় করোনার সংক্রমণ হয়েছে বা কিভাবে নিজেকে নিরাপদ রাখবেন। আবার এটাও জানেন না, তাদের মাধ্যমে পুরো শহরেই করোনার সংক্রমণ ছড়িয়ে পরতে পারে। আমাদের থেকে তারাই কিন্তু বেশি সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন।
অদম্য’৯৯ (বগুড়া জিলা স্কুলের ব্যাচ-১৯৯৯) ও O.CREEDS Foundation (একটি গবেষণা সংস্থা) এর যৌথ সহযোগিতায় এবং শৈলী সমাজ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় বগুড়া পৌরসভার ৫নং ওয়ার্ড এর গৃহস্থালী বর্জ্য সংগ্রহকারীদের করোনা সংক্রমের ঝুঁকি কমানোর জন্য ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী ও তাদের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সরবরাহ করা হয় বুধবার, ২০ মে ২০২০ ইং, যা পুরো ওয়ার্ডকে নিরাপদ রাখতে সাহায্য করবে। এই সামগ্রীগুলো বিতরন করেন জনাব মোঃ মাহবুবুর রহমান মল্লিক(বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী) এবং এস. এম. রেজা লতিফ (সদস্য “অদম্য’৯৯”)। গৃহস্থালী বর্জ্য সংগ্রহকারীদের “পিপিই এর ব্যবহার ও #COVID_19 করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে করোনীয়” বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন মোঃ মামুন উল হাসান শাওন (নির্বাহী পরিচালক, শৈলী সমাজ উন্নয়ন সংস্থার), এছাড়া উপস্থিত ছিলেন আতিক মল্লিক (O.CREERS Foundation কর্মকর্তা ও সদস্য “অদম্য’৯৯” ), মোঃ মেহেদী হাসান (সমন্বয়ক, শৈলী সমাজ উন্নয়ন সংস্থা) এবং ৫ নং ওয়ার্ডের গৃহস্থালী বর্জ্য সংগ্রহকারী ও পরিচ্ছন্নকর্মীগণ।