করোনা আপডেট

বগুড়ায় যে উপজেলায় সবচেয়ে বেশি করোনা রোগী

বগুড়ায় দিন দিন করোনা সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হচ্ছে। গত পহেলা এপ্রিল বগুড়ায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শুরুর দিকে সংক্রমণের সংখ্যা কম থাকলেও মানুষের অসাবধানতা ও অসচেতনতার কারণে বগুড়ায় দিন দিন তা বৃদ্ধি পাচ্ছে।
গত ১ এপ্রিল থেকে শুরু করে ২৮ মে পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২৭৫ জন। সুস্থ হয়েছেন ১৯ জন এবং মৃত্যুবরণ করেছেন একজন।

বগুড়া সিভিল সার্জন অফিসের তথ্যমতে, জেলায় আক্রান্তের দিক থেকে বগুড়া সদর উপজেলা সবচেয়ে এগিয়ে, গত ২৮ মে পর্যন্ত সদর উপজেলায় মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৫২ জন। সুস্থ হয়েছেন মাত্র ৭ জন এবং করোনায় মৃত্যু হয়েছে সদর উপজেলার একজন। বর্তমানে সদর উপজেলার করোনা রোগীর সংখ্যা ১৪৫ জন।

এরপর করোনা সংক্রমণে দ্বিতীয় স্থানে আছে শাজাহানপুর উপজেলা। এ উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা ২২ জন। একজন সুস্থ হওয়ায় বর্তমানে রোগীর সংখ্যা ২১ জন।

করোনা আক্রান্তে তৃতীয় স্থানে অবস্থান করছে গাবতলি উপজেলায়। এ উপজেলায় মোট রোগীর সংখ্যা ২১ জন, তবে এখন পর্যন্ত কারো সুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি।
এরপর কাহালু উপজেলায় করোনা রোগীর সংখ্যা ১৪ জন (সুস্থ ০) , শেরপুরে ১২ জন(সুস্থ ০), সারিয়াকান্দি ১১ জন (সুস্থ ৩ জন), সোনাতলায় ১১ জন (সুস্থ ১ জন), আদমদিঘী ১০ জন (সুস্থ ৩), শিবগঞ্জে ৮ জন (সুস্থ ২জন) ,দুপচাঁচিয়ায় ৬ জন (সুস্থ ১জন) এবং নন্দীগ্রামে ৬ জন (সুস্থ ১ জন) করোনায় আক্রান্ত ।

ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, পূর্বে করোনা আক্রান্তের কারণ হতো ঢাকা বা অন্যান্য জেলা ফেরত হলে কিন্তু বর্তমানে কমিউনিটি ট্রান্সমিশন বা স্থানীয়ভাবেই করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তিনি আরো বলেন নিজেরা যদি সচেতন না হই তাহলে করোনার এই মহামারি সংক্রমণ ঠেকানো কোন ভাবেই সম্ভব হবে না।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button