করোনা আপডেট

বগুড়ায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরও ৫জন

জেলায় মোট সুস্থ হলো ৪০ জন

বগুড়ায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরো ৫ জন। আজ ৪ জুন মঙ্গলবার বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন থেকে দুপুর আড়াইটায় তাদের ছাড়পত্র দেয়া হয় বলে বিষয়টি বগুড়া লাইভকে নিশ্চিত করেছেন মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শফিক আমিন কাজল।

সুস্থ হওয়া ব্যক্তিরা হলেনঃ

১. বগুড়া গোকুল ধাওয়াপাড়া এলাকার রোমেন (৩২) তিনি ২০ মে করোনা পজিটিভ হয়ে ভর্তি হন।

২. বগুড়ার ধুনট এলাকার রাশেদুল (৪৮) তিনি গত ১৯ মে করোনা পজিটিভ হয়ে
ভর্তি হন।

৩. শিবগঞ্জ পিরব এলাকার আনোয়ারা (৫০), তিনি ১৫ মে করোনা পজিটিভ হয়ে
ভর্তি হন।

৪. বগুড়া কাটনারপাড়া এলাকার শাহিনুর (৫০), তিনি ২২ মে করোনা পজিটিভ হয়ে ভর্তি হন।


৫. বগুড়া শাকপালা এলাকার লতিফুল (৫৬), তিনি ২১ মে করোনা পজিটিভ হয়ে ভর্তি হন।

ডা. শফিক আমিন কাজল জানান, সুস্থ হওয়া ব্যক্তিদের কোনো উপসর্গ নেই এবং ইতিমধ্যে ১৫ দিন অতিবাহিত হওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নীতিমালা ভার্সন ৭ অনুযায়ী তাদের ছাড়পত্র দেয়া হয়।

ডা. কাজল আরো জানান, বর্তমানে হাসপাতালে ৬৩ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে ৫৯ জন করোনা পজিটিভ এবং করোনার উপসর্গ নিয়ে বাঁকি ৪ জন ফলাফলের অপেক্ষায় আছেন।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button