বগুড়া সদর উপজেলা
জ্বর শ্বাসকষ্ট নিয়ে শজিমেক হাসপাতালে একজনের মৃত্যু
জ্বর শ্বাসকষ্ট নিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার ৬ জুন সকাল ৯টার দিকে তিনি মারা যান বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
মারা যাওয়া ব্যক্তির বাড়ি বগুড়া সদর উপজেলার নারুলী এলাকার বাসিন্দ।
ডেপুটি সিভিল সার্জন জানান,মারা যাওয়া ব্যক্তি তিনদিন যাবত কাশি ও শারীরিক ভাবে দূর্বল ছিলেন। সেই সাথে তিনি ডায়াবেটিসেও ভূগছিলেন। অবস্থা বেগতিক হওয়ায় শনিবার তাকে জরুরী বিভাগে ভর্তি করা হয়। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে এক্স-রে করার পরামর্শ দেন। পরে হাসপাতালের ওয়ার্ডে নেওয়ার পথে তিনি মারা যান।
মারা যাওয়া ব্যক্তির শরীরে করোনা ভাইরাস ছিলো কিনা নিশ্চিত নন,তবে তার নমুনা সংগ্রহ করে আরটি পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলে জানান ডেপুটি সিভিল সার্জন।