করোনা আপডেট
বগুড়ায় করোনা পজিটিভ হয়ে চিকিৎসাধীন আরো একজনের মৃত্যু
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের করোনা আইসোলেশনে সোবাহান (৫০) নামের এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
খবরটি নিশ্চিত করেছেন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শফিক আমিন কাজল।
এনিয়ে জেলায় করোনা পজিটিভ হয়ে মৃতের সংখ্যা দাড়ালো ৮ জনে।
হাসপাতাল কর্তৃপক্ষ হতে জানা যায়,গত ২৩ মে সন্ধ্যায় ভর্তি সোনাতলা উপজেলার কালাইআটা গ্রামের মৃত মোবারক আলীর ছেলে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ সোমবার সকাল ১০ঃ১০ মিনিটে মৃত্যুবরণ করেন।
এর আগে জেলায় একজন সাবেক সংসদ সদস্য সহ মোট ৭ জন করোনা পজিটিভ হয়ে মৃত্যুবরণ করেন।