করোনা আপডেট

বগুড়ায় ২৪ ঘন্টায় চিকিৎসক,পুলিশসহ আরো ৯৮ জনের করোনা শনাক্ত


বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ১১ জুন (বৃহস্পতিবার )জেলায় করোনা শনাক্ত হয়েছে ১১৩৫ জনের। ২৪ ঘন্টায় নতুন করে ১২ জন সুস্থ হওয়ায় সুস্থতার সংখ্যা দাঁড়ালো ৮৫ জনে, মৃত্যু হয়েছে ১১ জনের। বর্তমানে বগুড়ায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১০৩৯ জন।

২৪ ঘন্টায় আক্রান্ত দের মধ্যে ৫৮ জন পুরুষ,৩০ জন মহিলা ও ১০ জন শিশু রয়েছে।
বিষয়টি রাত ৯টায় নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।


বগুড়ায় পেশাভিত্তিক করোনা আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স,স্বাস্থ্যকর্মী,ও বেশকিছু পুলিশ সদস্য আছে বলে জানান তিনি।
করোনা সংক্রমণের উল্লেখযোগ্য স্থানগুলো হলো সদরের নারুলী,নামাজগড়,ঠনঠনিয়া, জ্বলেশ্বরীতলা,নাটাইপাড়া,গোকুল এলাকায়।
এছাড়াও সারিয়াকান্দির একই পরিবারের ৪ জন করোনায় আক্রান্ত বলে জানা গেছে।


বৃহস্পতিবার ১১ জুন, শজিমেকের ১৮৮ ফলাফলে বগুড়ার সবগুলো পরীক্ষার ফলাফলে ৬৫ জন পজিটিভ ও টিএমএসএস এর ৯৪ টি পরীক্ষায় বগুড়ায় ৭৪ টি নমুনার বগুড়া জেলার ৩৩ জনের করোনা পজিটিভ আসে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button