২৪ ঘন্টায় বগুড়া সদরে করোনা আক্রান্ত রোগীর এলাকাভিত্তিক সংখ্যা
বগুড়া সদর ও পৌরসভার এলাকা ভিত্তিক করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রকাশ করেছে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ।
২০ জুন ২৪ ঘন্টায় সদর উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে আছেন
ফুলদিঘী ১ জন, কাটনারপাড়া ৩জন, দত্তবাড়ি ৪জন, শিববাট্টি ৩জন, মালতীনগর ৪জন, সেউজগাড়ী ১ জন, সবুজবাগ ১ জন, ঠনঠনিয়া ৫জন, কালিতলা ২জন, বৃন্দাবনপাড়া ৩জন, বড়গোলা ৩জন, আটাপাড়া ১ জন, উপশহর ৩জন, নিশিন্দারা ২জন, হাকিড়মোড় ২ জন, বাদুরতলা ৩ জন, নুনগোলা ২জন, মাটিডালী একজন, লতিফপুর কলোনী ২জন, ফুলতলা ১জন, নাটাইপাড়া ১জন, গোকুল ১ জন, কৈগাড়ী ২জন, জামিলনগর ১জন, শজিমেক ১জন, এপিবিএন কোয়ার্টারে ১জন, জয়পুরপাড়া ১জন, খান্দার ১জন, নারুলী ১জন, জহুরুলনগর ২জন, ওয়াবদা ১জন, নামাজগড় ১জন, নামুজা ১জন, জলেশ্বরীতলা ৩জন, শাকপালা ৩জন, কলোনী ২জন, সুলতানগঞ্জপাড়া ২জন, রহমাননগর ১জন, চেলোপাড়া ৩জন, দত্তবাড়ি ২জন, নূরানীমোড় ১জন, আশকোলা ১জন, পালশা একজন, চকসূত্রাপুর ৩জন, বাংলাদেশ ব্যাংক স্টাফ কোয়ার্টার ১জন, তিনমাথা ১জন, ঠেঙ্গামারা একজন ও মফিজ পাগলার মোড়ে ১জন রয়েছে।
এছাড়া ফোন বন্ধ আছে ৩জনের, ফোন ধরেনি ৪জন, ভুল নাম্বার দেয়া ১জন, নাম্বার দেয়া নাই ১জন এবং অন্য উপজেলার ১জন রয়েছে।
রবিবার ২১ জুন, করোনা বিষয়ক ফোকাল পার্সন ডঃ মনিরুজ্জামান মনির এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন।