বগুড়ার কাহালু থানা পুলিশের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ

বগুড়ার কাহালু থানা পুলিশের উদ্যোগে কাহালু উপজেলার ২০৫ জন হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিরতণ করা হয়।
সোমবার (২২শে জুন) বেলা ১১টায় কাহালু থানা প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলার ২০৫ জন হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে বগুড়া জেলা পুলিশ ও কাহালু থানা পুলিশের উদ্যোগে জনপ্রতি ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু ও ১ লিটার তেল বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আহমেদ রাজিউর রহমান, কাহালু থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম, এস আই আশিক, সাংবাদিকবৃন্দ সহ কাহালু থানার অন্যান্য পুলিশ সদস্যগণ।
উল্লেখ্য যে, কাহালুতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আধিক মুনাফা লাভের আশায় এক ডিলার অবৈধ ভাবে কালোবাজারে বিক্রিকালে কাহালু থানা পুলিশ তা জব্দ করে। পরে আদালতের আদেশে উক্ত অনুষ্ঠানে জব্দকৃত চালসমূহ বিতরণ করা হয়।
এই মহৎ কাজটিকে সাধুবাদ জানিয়ে কাহালু থানা পুলিশের প্রতি ধন্যবাদ প্রকাশ করেছেন উপকারভোগীরা।