করোনা আপডেট

বগুড়ায় ২৪ ঘন্টায় আরও ৬৯ জনের করোনা শনাক্ত,নতুন সুস্থ ৯১

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৯ জনের দেহে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৭৮২ জন। ২৪ ঘন্টায় নতুন করে কেউ মারা যাননি ফলে মৃতের সংখ্যা অপরিবর্তিত রয়েছে ৪৮ জন। তবে নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৯১ জন। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৪৪৩ জন।

আজ সোমবার সকাল ১১টায় এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।


২৪ ঘন্টায় করোনা পজিটিভ শনাক্ত রোগীর মধ্যে পুরুষ ৪৩ জন, মহিলা ২২ জন এবং শিশু রয়েছে ৪ জন।
করোনায় সংক্রমিত দের মধ্যে সদর উপজেলার রয়েছেন ৫৫ জন,গাবতলীর ৬ জন,শাজাহানপুরে ৩ জন,শিবগঞ্জে ৩ জন ও দুঁপচাচিয়ায় ২ জন।

২৮ জুন ,শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ আরটি-পিসিআর ল্যাবে ১৮৮ নমুনা পরীক্ষার ফলাফলে ১৪ জন পজিটিভ , এবং টিএমএসএস আরটি পিসিআর ল্যাবে ১৩৭ টি নমুনা পরীক্ষার ফলাফলে ৫৪ জনের পজিটিভ এসেছে ।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button