বগুড়া সদর উপজেলা

বগুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন আনসারের জেলা কমান্ড্যান্ট

বগুড়া জেলা আনসার ও ভিডিপি’র আয়োজনে জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার, ১৯ আগষ্ট সকাল ১০ টায় বগুড়া জেলা আনসার ও ভিডিপি’র আয়োজনে জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন আনসারের জেলা কমান্ড্যান্ট, মুহাম্মাদ মেহেদী হাসান পিএএম।

প্রতিবছরের ন্যায় এবছরও বাংলাদেশ আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন কর্মসূচির এবারের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয় ” মুজিব বর্ষের উদ্দীপন, আনসার-ভিডিপি আছে সারাক্ষণ”

জেলা কমান্ড্যান্ট নিজ হাতে একট ফলজ ও একটি ভেষজ গাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্ভোধন করেন। পরে বৃক্ষরোপন কর্মসূচী উপলক্ষে জেলা কমান্ড্যান্ট, মুহাম্মদ মেহেদী হাসান,পিএএম এর নেতৃত্বে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বগুড়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা কমান্ড্যান্টের কার্যালয়, মালতী নগর এসে শেষ হয়।

র‍্যালী শেষে জেলা কমান্ড্যান্ট উপস্থিত সকল শ্রেণীর কর্মকর্তা-কর্মচারী ও সদস্য-সদস্যাদের বলেন, আপনারা যে যেখানে আছেন, আপনার যতটুকু জায়গা আছে, সেখানে আপনি যতটি পারেন গাছ লাগান। যারা শহরে থাকেন তারা ছাদে, ব্যালকনিতে, টবে হলেও গাছ লাগান।’

তিনি বলেন, গাছ লাগালে মনটাও ভাল লাগবে আবার সেটি আপনার অর্থনৈতিক সচ্ছলতাও আনবে এবং নিজের গাছের একটি ফল বা কাঁচা মরিচ খেলেও ভাল লাগবে। কাজেই আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই।

এসময় তিনি মাননীয় মহাপরিচালক মেজর জেনারেল শরিফ কায়কেবাদের সময়োপযোগী সিদ্ধান্তের বিষয়ে বলেন, আমাদের দেশের ১৭% বনভূমি রয়েছে যা ২৫% পর্যন্ত উন্নিত করণের উদ্দেশ্যে দেশব্যাপী সবুজায়ন কার্যক্রেমের অংশ হিসেবে সারাদেশে আনসার -ভিডিপি’র পক্ষ থেকে ধাপে ধাপে ২ লক্ষাধিক ফলজ,বনজ ও ভেষজ উদ্ভিদের চারা রোপন করা হবে।

এরই ধারাবাহিকতায় আজ বগুড়া জেলা সদরসহ ১২ টি উপজেলায় বিভিন্ন ফলজ ও ভেষজ গাছের চারা রোপন করা হবে। এসকল চারার মধ্যে রয়েছে- পেয়ারা, জাম, জলপাই, কাঁঠাল, আমড়া, অর্জুন, আমলকী, হরতকি,বহেরা, তেতুল, চালতা ইত্যাদি। মুহাম্মদ মেহেদী হাসান, পিএএম, চারা বিতরণ কালে বগুড়া সদরের বিভিন্ন স্থাপনাসহ ১২ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম, ক্লাব-সমিতি, সরকারি রাস্তার দুপাশ,পতিত জমি, বসত বাড়ির আঙিনায় এসব ফলজ ও ভেষজ গাছের চারা রোপন ও সেই সাথে রোপনকৃত চারার পরিচর্যা করার জন্য আনসার-ভিডিপির দলনেতা-দলনেত্রী ও সদস্যদের নির্দেশ দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুটেন্ট জনাব জাহিদ হোসেন এবং বিভিন্ন উপজেলার আনসার-ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক- প্রশিক্ষিকা বৃন্দ ও বিভিন্ন পর্যায়ের দলনেতা-দলনেত্রী ও কমান্ডারগণ।

এই বিভাগের অন্য খবর

Back to top button