বগুড়ায় ডিবির মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ২
বগুড়া জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযানে ০৩ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: আছলাম আলী পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায় : ০৬ আগস্ট সকাল ১০.৩০ ঘটিকার সময় বগুড়ার সদর থানাধীন দশটিকা কারিগর পাড়া গ্রাম হইতে ০৩(তিন) কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন : বগুড়া সদরের দশটিকা কারিগর পাড়ার হানজেলা শেখের ছেলে শাহিনুর শেখ ওরফে ইয়ারচান (৩০), আব্বাস শেখের ছেলে মোতালেব শেখ (৩১)
বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: আছলাম আলী পিপিএম জানান :
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বগুড়ার সদর থানায় নিয়মিত মামলা রুজু অন্তে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হল।
বগুড়া জেলা পুলিশ সুপার মো: আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর সার্বিক দিক নির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে।