দুই দিনে বাংলাদেশের ১১ ফুটবলার কোভিড-১৯ -এ আক্রান্ত
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ বাছাইয়ের ক্যাম্পে ডাক পাওয়া একের পর এক খেলোয়াড়ের দেহে করোনাভাইরাস শনাক্ত হচ্ছে। দুদিনে পরীক্ষা করানো ২৪ জন ফুটবলারের ১১ জনেরই ভাইরাসে সংক্রমণের কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের প্রাথমিক বাছাইয়ের জন্য অনুশীলন ক্যাম্পের আয়োজন করেছে বাফুফে। শুক্রবার থেকে গাজীপুরে ক্যাম্প। খেলা আসছে অক্টোবরে। ৮ অক্টোবর সিলেটে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ বাংলাদেশের।
জাতীয় দলের ক্যাম্পে প্রথম করোনা ধরা পড়ে বিশ্বনাথ ঘোষের। পরে নাজমুল ইসলাম, এমএস বাবলু ও সুমন রেজার সংক্রমণের খবর আসে।
পরেরদিন সংক্রমণের তালিকায় নাম ওঠে টুটুল হোসেন বাদশা, সোহেল রানা, শহীদ আলম, আনিসুর রহমান জিকো, রবিউল হাসান, মোহাম্মদ ইব্রাহিম ও সুশান্ত ত্রিপুরার।
প্রাথমিক দলের ৩৬ জনের মধ্যে ২৪ জনের টেস্ট করানোর পর ১১ জন খেলোয়াড় আক্রান্ত। বাফুফের জন্য এখন ক্যাম্প চালানোই কঠিন হয়ে পড়ছে।