খেলাধুলা

ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো’র রেকর্ডে ভাগ বসালেন লুকাকু

স্প্যানিশ ক্লাব গেটাফের বিপক্ষে গোল পেয়েছেন ইন্টার মিলানের বেলজিয়ান তারকা ফরোয়ার্ড রোমেলু লুকাকু। বুধবার রাতে গেটাফেকে ২-০ গোলে হারিয়ে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ক্লাব ইন্টার মিলান।

ইতালিয়ান ক্লাবটির হয়ে খেলে প্রথম মৌসুমেই ৩০ গোল করেছেন লুকাকু।

এমন কৃতিত্ব দেখিয়ে ব্রাজিলিয়ান রোনাল্ডো দ্য লিমার রেকর্ডে ভাগ বসালেন লুকাকু।

১৯৯৭ সালে ইন্টারে এসে প্রথম মৌসুমেই ৩০ গোল করেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো।
অর্থাৎ ২৩ বছর পর রোনাল্ডোর একক রেকর্ডের পাশে লুকাকু। সূত্র: গোলডটকম

এই বিভাগের অন্য খবর

Back to top button
A palavra '' foi encontrada no array.