আদমদীঘিতে স্কুলছাত্র হত্যায় বাবা-ছেলে গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘির এসএসসি পরীক্ষার্থী শিহাব হোসেন (১৭) হত্যা মামলার মূল আসামি শিপলু হোসেন (২৪) ও তার বাবা এখলাছ উদ্দিনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার মধুপুর এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, শনিবার ইশ্বরগঞ্জ উপজেলার মধুপুর এলাকার একটি বাড়ি থেকে শিপলু ও তার বাবাকে গ্রেপ্তার করা হয়। শিপলু মাথা ন্যাড়া করে ছদ্মবেশে নিয়ে আত্মগোপনে করেছিল।
মামলা তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক গোপন সংবাদের ভিত্তিতে ফোর্সসহ অভিযান চালিয়ে ওই দু’জনকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, ঈদুল আজহার দিন (১ আগস্ট) বিকেলে আদমদীঘির রক্তদহ বিলপাড়ে দু’দল তরুণের মাঝে বাকবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। এর জের ধরে পরদিন (২ আগস্ট) সন্ধ্যায় শিহাব ও তার দুই বন্ধু মিলে রক্তদহ বিল এলাকার বেইলি ব্রিজের কাছে গিয়ে শিহাব ও তার বন্ধুদের ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন আহত শিহাবসহ তিনজনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাদতালে নিয়ে গেলে সেখানে শিহাবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় ৩ আগস্ট নিহতের বাবা হারুনুর রশিদ বাদী হয়ে শিপুল ও তার বাবাসহ ৮ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।