বগুড়া সদর উপজেলা
বগুড়ায় রনি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা রোকনুজ্জামান রনি হত্যার প্রধান আসামি শহরের মালগ্রাম এলাকার মৃত জাহেদুল ইসলামের ছেলে আঃ সোবহানকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
গতকাল সন্ধ্যায় নওঁগার রানীনগর এলাকায় পুলিশি অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার স্বীকার করে এবং স্থানীয় তদন্তে উক্ত আসামির বিরুদ্ধে মামলার ঘটনার সহিত জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া যাইতেছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির জানান, মামলার সুষ্ঠ তদন্তের স্বার্থে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ পরে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে, গত ১৮ জুলাই স্বেচ্ছাসেবক লীগ নেতা রোকনুজ্জামান রনি ছুরিকাঘাতে আহত হয়ে ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।