বগুড়া সদর উপজেলা

বগুড়ার শেখেকোলায় বিট পুলিশিং কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় সভা

পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে বগুড়া সদর থানার ১৪ নং বিট শেখেকোলা ইউনিয়নের ‘বিট পুলিশিং কার্যক্রম’ শীর্ষক এক মতবিনিময় সভা সোমবার বিকেলে সদরের শেখেরকোলা ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। মোখলেছার রহমান মাষ্টারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির।

সভায় ওসি হুমায়ুন কবির তার বক্তব্যে বলেন, বাংলাদেশ পুলিশের আইজিপির নেতৃত্বে এবং বগুড়ায় জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর সার্বিক দিক-নির্দেশনায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন এবং ইভটিজিং মুক্ত সমাজ গড়তে বগুড়ায় পুলিশের প্রতিটি সদস্য প্রতিশ্রæতিবদ্ধ। অপরাধ দমনে জিরো টলারেন্সভাবে বগুড়ায় পুলিশের অভিযান চলমান থাকবে আর এক্ষেত্রে তথ্য দিয়ে সর্বদা পুলিশকে সহযোগিতা করার জন্যে তিনি সকল কে আহবান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা, ইন্সপেক্টর ( অপারেশন) হাসান আলী, শেখেরকোলা ইউপি চেয়ারম্যান প্রভাষক কামরুল হাসান ডালিম, বিট ইনচার্জ এস আই সোহেল রানা,এস আই আলমগীর হোসেন,শাহজাহান আলী ধলু, জাহাঙ্গীর হোসেন ফিট, এমদাদুল হক, আলফাজ উদ্দিন, শহিদুল ইসলাম, জহুরুল ইসলাম, রাসেলপ্রমুখ।

শেষে ১৪ নং বিট শেখেকোলা ইউনিয়নের ‘বিট পুলিশিং কার্যক্রম’ পরিচালনার জন্য অফিস রুম উদ্বোধন করেন অতিথি বৃন্দ।

এই বিভাগের অন্য খবর

Back to top button