সাকিব আল হাসানকে নিয়েই দল গোছাতে চায় টিম ম্যানেজমেন্টে

গোটা বিশ্বে করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকে ক্রিকেট খেলা।জুয়াড়ির সাথে ম্যাচ পাতানোর অভিযোগ এ আইসিসি প্রদত্ত সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ২৯ অক্টোবর।
অনেক দিন ধরে ক্রিকেট থেকে দূরে বাংলাদেশ। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের পর আর খেলা হয়নি টাইগারদের।
সামনে শ্রীলঙ্কা সফর কে কেন্দ্র করে দল গোছাতে কাজ করসে টিম ম্যানেজমেন্ট। জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার আশা করেন। সামনে শ্রীলঙ্কা সফর থেকেই জাতীয় দলে ফিরতে পারবেন সাকিব আল হাসান।ইতোমধ্যে অনেকে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন। তবে করোনার ঝুঁকি এড়াতে দলীয় প্রস্তুতি শুরুর আগে সব ক্রিকেটারের করোনা পরীক্ষা করাবে বিসিবি।
অন্যদিকে আগামী মাসের ২০ সেপ্টেম্বরের পরে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ।শ্রীলঙ্কা সফরে আমরা তিনটি টেস্টের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি নাকি ওয়ানডে খেলব, এটা চূড়ান্ত হয়ে যাবে।শ্রীলঙ্কায় করোনার প্রকোপ কম থাকায় দ্বীপদেশটির সফরের মাধ্যমেই মাঠে ফিরবে বাংলাদেশ দল।