নন্দীগ্রাম উপজেলা

বগুড়ার র‌্যাব-১২ অভিযানে হেরোইনসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার র‌্যাব-১২ এর অভিযানে হেরোইনসহ রিনা বেওয়া (৩৬) নামে মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া রিনা বেওয়া রাজশাহী জেলার চারঘাট থানার হলিদাগাছী এলাকার মৃত জয়নাল আবেদীনের স্ত্রী।

মঙ্গলবার বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২০ গ্রাম হেরোইন, ৩টি সীমসহ দুইটি মোবাইল উদ্ধার করা হয়।

বগুড়ার র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য হেরোইন বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নন্দীগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button