নন্দীগ্রাম উপজেলা

বগুড়ার নন্দীগ্রামে ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে ডোবা থেকে অজ্ঞাত (২৬) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৩ আগস্ট বৃহস্পতিবার দুপুরে নন্দীগ্রাম উপজেলার চাকলমা গ্রামের কাটা খাড়ি নামের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়: বৃহস্পতিবার দুপুরে মাঠের জমিতে কাজ করতে যাওয়া লোকজন ডোবার পানিতে ভাসমান মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে নন্দীগ্রাম থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত যুবকের পড়নে কালো রং এর ফুল প্যান্ট ও কালো শার্ট ছিল। খালের পাড় থেকে পুলিশ একটি গামছা, একটি কোল্ড ড্রিংকস এর বোতল এবং এক জোড়া স্যান্ডেল উদ্ধার করে পুলিশ।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ শওকত কবীর জানান: মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধারের পর আশেপাশের গ্রামের শত শত মানুষ দেখলেও কেউ চিনতে পারেনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button