বগুড়া সদর উপজেলা

বগুড়ায় গৃহ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ

বগুড়ায় এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গৃহ শিক্ষককের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের হয়েছে। মামলার পর অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, বগুড়া শহরের কাটনার সেন্ট্রাল বালিকা উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রীকে তার গৃহ শিক্ষক সোনাতলা থানার চরপাড়া গ্রামের মোজাহার আলী (৩৬) ১৬ আগস্ট সকালে স্কুলের সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়। অজ্ঞাতস্থানে আটক করে রেখে ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরে অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে তার মা ও পরিবারের সদস্যরা শহরের কালিতলা এলাকা থেকে উদ্ধার করে।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, এই ঘটনায় সোমবার ছাত্রীর মা বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button