বগুড়া সদর উপজেলা

বগুড়ায় অসচ্ছল ত্যাগী আওয়ামী লীগ কর্মীদের পাশে মমতাজ মাছুমা ফাউন্ডেশন

বগুড়ায় ইউনিয়ন ভিত্তিক অসচ্ছ ত্যাগী আওয়ামী লীগ কর্মীদের মধ্যে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন মমতাজ মাছুমা ফাউন্ডেশন।

২৩ আগস্ট রবিবার বিকেলে বগুড়ায় সাতমাথায় অবস্থিত মুজিব মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে ইউনিয়ন ভিত্তিক অসচ্ছল ত্যাগী আওয়ামী লীগ মধ্যে মমতাজ মাছুমা ফাউন্ডেশন কর্তৃক বগুড়া সদরের ১১টি ইউনিয়নের ২৩ জনকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

উক্ত অনুষ্টানে বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাবেক দপ্তর সম্পাদক এ্যাড. জাকির হোসেন নবাব, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মমতাজ মাছুমা ফাউন্ডেশন ও বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাছুদুর রহমান মিলন।

অনুষ্টানটি সঞ্চালনা করেন বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ।

এই বিভাগের অন্য খবর

Back to top button