খেলাধুলা

সেপ্টেম্বরে আসছেন দেশের জাতীয় ক্রিকেট দলের হেড কোচ ডমিঙ্গো

পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও দক্ষিণ আফ্রিকায় করোনা সংক্রমণ হুট করেই বেড়েছে। গত দুই সপ্তাহে দেশটিতে অর্ধলক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছে। এই অবস্থার মাঝেই বাংলাদেশে আসছেন জাতীয় ক্রিকেট দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। সবকিছু ঠিক থাকলে আগামী ২ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছাবেন তিনি।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন ডমিঙ্গো। তবে আসার আগে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে তাকে। এজন্য শিগগিরই কোভিড-১৯ টেস্ট করাবেন টাইগারদের হেড কোচ। ঢাকায় নেমে ডমিঙ্গোকে প্রথমে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তার জন্য এরই মধ্যে পাঁচ তারকা হোটেল ঠিক করেছে বিসিবি।

ঢাকায় ফেরার ব্যাপারে দেশের এক গণমাধ্যমকে ডোমিঙ্গো বলেন, সব ঠিক থাকলে ২ সেপ্টেম্বর ঢাকায় থাকবো। আশা করছি অন্যান্য সব প্রক্রিয়া ভালোমতো এগিয়ে যাবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button