বগুড়া সদর উপজেলা

বগুড়ায় ডিবির অভিযানে ১৮শ পিচ ইয়াবা সহ আটক ৪

বগুড়া জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযানে ১৮০০ (এক হাজার আটশত) পিচ ইয়াবাসহ  ০৪ মাদক ব্যবসায়ী আটক।

রবিবার দুপুরে বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: আছলাম আলী পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায় : বগুড়া জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযানে ২৯ আগস্ট শনিবার সন্ধ্যা ৬.৫০ ঘটিকার সময় বগুড়া জেলার নন্দীগ্রাম থানাধীন ওমরপুর গ্রাম হইতে ১০০(একশত) পিচ ইয়াবাসহ ১ জন ও অন্যদিকে  অপর একটি চৌকস টিম ৩০ আগস্ট সকাল ১১.৩০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন নিশিন্দারা ফকিরউদ্দিন স্কুলের প্রধান গেটের সামনে অভিযান পরিচালনা করে ১৭০০ (এক হাজার সাতশত) পিচ ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃরা হলেন : বগুড়া জেলার নন্দীগ্রাম থানার ওমরপুর বিষ্ণুপুর এলাকার নাজির হোসেনের ছেলে আইনুল হক (৩০), রংপুর জেলার কাউনিয়া থানার জয় বাংলা বাজারের মৃত নয়া মিয়ার ছেলে মাহাবুব প্রাং (৪৫) বর্তমানে বগুড়া সদরের নারুলি উত্তর পাড়ায় থাকে, বগুড়া সদরের বাদুড়তলা তিব্বতের মোড় এলাকার মৃত বাবলা মিয়ার ছেলে সোহাগ (২৮), মৃত দুলাল হোসেনের ছেলে সোহান হোসেন ওরফে তুহিন (২০)।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: আছলাম আলী পিপিএম জানান: আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর ও নন্দীগ্রাম থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য যে, আসামী মোঃ সোহাগের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।

বগুড়া জেলা পুলিশ সুপার মো: আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button