খেলাধুলা

করোনা সতর্কতায় টাইগারদের অনুশীলন বন্ধ

গত ০১ মাস ধরে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনে অংশ নেওয়া বেশ কয়েকজন স্টাফের মধ্যে করোনার লক্ষণ দেখা দিয়েছে। এদের মধ্যে এক ট্রেনার করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন।

এ কারণে সতর্কতা হিসেবে ক্রিকেটারদের অনুশীলন তিন দিনের জন্য সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, আমাদের মেডিক্যাল প্রটোকলে (স্বাস্থ্য বিধি) এই পরামর্শ দেওয়া আছে, যে কোনো ধরনের সমস্যা হলে একটা বিরতি দিতে হবে। এটা আমাদের মেডিক্যাল প্ল্যানেরই অংশ ছিল, কিছুটা বিরতি দিয়ে আবার শুরু করা হবে। সতর্কতাবশত এই ব্যবস্থা নেওয়া।

এই বিভাগের অন্য খবর

Back to top button