ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল আজ

লকডাউনে ফ্রাঞ্চাইজি লিগের মতো সাহসী উদ্যোগ প্রথম নিয়েছিলো সিপিএল। দীর্ঘদিনের ম্যাচ শেষে অবশেষে আজ ফাইনালের মাধ্যমে শেষ হতে যাচ্ছে এবারের আসর।
আজ বাংলাদেশ সময় রাত ৮:০০ টায় মাঠে নামবে প্রথমবারের মতো ফাইনালে পোলার্ড-সুনিল নারিনের ত্রিনবাগো নাইট রাইডার্স ও শক্তিশালী স্যামি-ফ্লেচারদের সেন্ট লুসিয়া জৌকস।
ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়াম, ত্রিনিদাদে। স্টারস্পোর্টস নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশের দর্শকরা উপভোগ করতে পারবেন ম্যাচটি।
সেন্ট লুসিয়ার সম্ভাব্য একাদশ: ড্যারেন সামি, আন্দ্রে ফ্লেচার, রাহকিম কর্নওয়াল, মার্ক ডেল, রসটন চেস, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নাবী, স্কট, জাহির খান, গ্লেন, কেসরিক উইলিয়ামস।
ত্রিনবাগো নাইট রাইডার্স এর সম্ভাব্য একাদশ: লেন্ডল সিমন্স, সুনীল নারিন, টিওন ওয়েবস্টার, টীম সিফার্ট, ড্যারেন ব্রাভো, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, হোসেন, পিয়ের, ফাওয়াদ, আলী খান।
অন্যদিকে, দরজায় কড়া নাড়ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-২০ লিগ আইপিএল। পর্দা উঠছে ১৯ সেপ্টেম্বর থেকে।