বগুড়া সদর উপজেলা
বগুড়ায় তাঁতী লীগের বর্ধিত সভা

বগুড়ায় জেলা তাঁতী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মেরিনা নদী বাংলা কমপ্লেক্স সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে জেলা তাঁতী লীগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার আহবায়ক নুরুজ্জামান সোহেল।
সংগঠনের জেলার সদস্য সচিব রাশেকুজ্জামান রাজনের পরিচালনায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তাঁতী লীগ নেতা নাদিম তালুকদার, টুটুল, ইব্রাহীম সেলিম, মাসুদ, আপেল মল্লিক, খাব্বার হোসেন চম্পক প্রমুখ।
সভায় সকলের সর্বসম্মতিক্রমে সংগঠনের সার্বিক কর্মকান্ড গতিশীল ও বেগবান করার লক্ষ্যে আগামী ৫ অক্টোবর থেকে বগুড়া জেলার ৯টি উপজেলায় আহবায়ক কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়।