খেলাধুলা

বগুড়ায় সোনালী অতীতের ফুটবল লড়াইয়ে বগুড়ার কাছে হারলো ঢাকা

বগুড়া সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বগুড়া মমতাজ উদ্দিন ফুটবল স্টেডিয়ামে খেলায় বগুড়া সোনালী অতীত ফুটবল ক্লাব ঢাকার মিরপুর সোনালী অতীত ফুটবল ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে।

খেলাশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন।

বগুড়া সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি শেখ আখতার হোসেন হিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি সুলতান মাহমুদ খান রনি, জাতীয় দলের সাবেক ফুটবলার মোস্তাকিম ওয়াজেদ, বগুড়া জেলা দলের সাবেক ফুটবলার কাদের নেওয়াজ শাহী, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর যুবলীগ নেতা মোস্তাকিম রহমান।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বগুড়া সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল বাসার চন্দন।

খেলায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড়
আমিনুল, বুলবুল, বেলাল, আলফাজ, উজ্জল, আরমান, কালা মানিক অংশগ্রহণ করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button