খেলাধুলা

সাকিব আল হাসান কেনো চাল-ডালের দোকানের আড়তদার?

সাকিব আল হাসান গতকাল তার ফেসবুকে একটি ছবি শেয়ার করেন যা দেখে রীতিমতো অবাক ভক্তগন।

ছবিতে দেখা যায় বাংলাদেশের ক্রিকেটের সেরা তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান চাল-ডালের আড়তের দোকানে ছোট সিন্ধুকের পাশে টেবিলের উপরের খাতাতে কিছু লিখবেন।পরনে সাদা রংয়ের ফতুয়া ও সাদা রংয়ের লুঙ্গি। দেখেই মনে হচ্ছে, আপাদমস্ত একজন চাল-ডালের দোকানের আড়তদার। পাশেই আবার রয়েছে চাল-ডাল-বাদামের স্যাম্পল।

আইসিসি সাকিব আল হাসান কে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে গত বছর। যদিও সেই শাস্তি শুরুর পর থেকেই করোনার কারনে লকডাউন শুরু হয়ে যায়। ফলে বেশ কয়েক মাস সব দেশেই ক্রিকেট বন্ধ ছিল। সাকিবের বর্তমান অবস্থা নিয়ে ক্রিকেটপ্রেমীরা চিন্তায় ছিলেন। কারণ আগামী মাসের ২৯ তারিখ শেষ হচ্ছে, আইসিসি কর্তৃক সাকিবের নিষেধাজ্ঞা।তবে এখন থেকেই বিকেএসপিএত নিবিড়ভাবে ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাচ্ছেন। তিনি কী অনুশীলন করছেন, তা জানার কোনো উপায় নেই।

উক্ত ছবি দেখে বিশ্লেষক এবং ভক্তরা মনে করছেন এটা আসন্ন কোনো বিজ্ঞাপনচিত্রের ছবি হবে। সাকিব তো অসংখ্য বিজ্ঞাপন করেছেন। তবে এমন সাজে তাকে আগে কখনও দেখা যায়নি। তাছাড়া নিষিদ্ধ হওয়ার পরেও সাকিবের ব্র্যান্ডভ্যালু কমেনি বলেও মনে করেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের অন্য খবর

Back to top button