খেলাধুলা

সিরিজ স্থগিত, ক্রিকেটারদের মিশ্র প্রতিক্রিয়া

বাংলাদেশ শ্রীলংকা সফর নিয়ে আলোচনা অনেকদিন ধরেই। সিরিজটির ভাগ্য আটকে ছিল কোয়ারেন্টাইন এর সময়সীমা ও স্বাস্থ্যবিধির জটিলতায় অবশেষে সিরিজটি স্থগিত হয়ে গেছে।

কোয়ারেন্টিনসহ স্বাস্থ্য বিধি নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটকে একটি প্রস্তাব পাঠিয়েছিল বিসিবি। বিসিবির পাঠানো প্রস্তাবে কোয়ারেন্টিনের সময়সীমা ছাড়া বাকি সব বিষয়ে একমত শ্রীলঙ্কা ক্রিকেট। কিন্তু তারা জানিয়েছে কোয়ারেন্টিনের সময়সীমা কমানোর ব্যাপারটি তাদের হাতে নেই। এমন উত্তরের পর বিসিবি জানিয়েছে, ১৪ দিনের কোয়ারেন্টিন করে সিরিজ খেলা সম্ভব নয়।

অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বলে ক্রিকেটাররা ফুরফুরে মেজাজেই অনুশীলন করে যাচ্ছিলেন। কিন্তু সিরিজটি স্থগিত হয়ে যাওয়ায় ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের অনেকে হতাশ, আবার অনেকেই মেনে নিয়েছেন বাস্তবতা।

সিরিজটি স্থগিত হওয়ার খবর শোনার পর এ নিয়ে মিডিয়ার সামনে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার।

সিনিয়র ক্রিকেটার ইমরুল কায়েস বলেছেন পরিস্থিতির কারণে যেটা হয়েছে তা মেনে নিতে হবে। ১৪ দিনের কোয়ারেন্টাইন এ থেকে খেলা অনেক কঠিন। বোর্ড অনেক চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছে তবে ঘরোয়া ক্রিকেট শুরু হলে ভালো হতো।

মোহাম্মদ সাইফউদ্দিন বলেছেন সিরিজ স্থগিতের বিষয়টি অবশ্যই হতাশার। যেহেতু শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাদের কোয়ারেন্টিনে অনড় ছিল, সেক্ষেত্রে আমাদের কিছু করার ছিল না। কারণ ১৪ দিন খুব কঠিন যেটা মনে হয় সম্ভব নয়। বিসিবি সঠিক সিদ্ধান্ত নিয়েছে।

উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান জানিয়েছেন, হতাশার তেমন কিছু নেই। অনুশীলন তো ১৫ অক্টোবর পর্যন্ত চলবে। শ্রীলঙ্কা ক্রিকেট না হওয়ায় হয়তো ঘরোয়া ক্রিকেটের যে কোনো টুর্নামেন্ট শুরু হবে। যেহেতু ৫-৬ মাস ধরে খেলার বাইরে, তো যেকোনো ধরনের টুর্নামেন্টই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ।

আন্তর্জাতিক ক্রিকেট শুরু হওয়ার ব্যাপারে শ্রীলংকা সিরিজ কে ঘিরে ক্রিকেটারদের মধ্যে ছিল তুমুল আগ্রহ। কিন্তু পরিস্থিতিতে মেনে নিয়ে ক্রিকেটারদের নজর এখন ঘরোয়া লিগ। ক্রিকেটাররা যেন ব্যাটেবলে লড়াই করার জন্য মুখিয়ে আছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button