করোনা আপডেট

করোনায় বগুড়া মৃত্তিকা সম্পদ উন্নয়ন প্রতিষ্ঠানের কৃষি কর্মকর্তার মৃত্যু

বগুড়া মৃত্তিকা সম্পদ উন্নয়ন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ গোলাম মওলা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)।  

বুধবার সকালে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

টিএমএসএস হাসপাতালের মুখপাত্র আবদুর রহিম বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়া টিএমএসএসস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গোলাম মওলা।

জেলার ধুনট উপজেলার কৃষি কর্মকর্তা মসিদুল ইসলাম জানান, বগুড়া অঞ্চলে কৃষিবিদদের সকল কর্মকাণ্ডে গোলাম মওলা ছিলেন অত্যন্ত সক্রিয়। তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক এবং সফল বৈজ্ঞানিক কর্মকর্তা। এ অঞ্চলে কৃষির উন্নয়নে তার অবিস্মরণীয় ভূমিকা ছিল। 

বগুড়া অঞ্চলে কৃষিবিদদের সকল কর্মকান্ডে মওলা ছিলেন অত্যান্ত সক্রিয় । তিনি অত্যন্ত মেধাবী, জনবান্ধব, বিনয়ী, ভাল মনের মানুষ এবং সকলের প্রিয়পাত্র ছিলেন।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button