শেষ হলো বগুড়া জিলা স্কুলে তাজমিলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-চাম্পিয়ন ১৯
বগুড়া জিলা স্কুলের সাবেক ব্যাচ ১৪ এর আয়োজনে এবং অ্যালামনাই এসোশিয়েশনের সার্বিক সহযোগিতায় শেষ হলো তাজমিলুর রহমান স্মৃতি ইন্টার ব্যাচ ফুটবল টুর্নামেন্ট ২০২০।
ফাইনালে বর্তমান এস এস সি ব্যাচ ২০২১ এর সাথে টান টান উত্তেজনাপুর্ন ম্যাচে টীম এসএসসি ১৯ দলের ১টি গোলে জয়লাভ করে শিরোপা ঘরে তোলে।
টানা এক মাস স্কুলে মিলনমেলায় পরিপূর্ণ এ টুর্নামেন্টে’র ফাইনাল আজ বিকেলে বগুড়া জিলা স্কুলে মাঠে অনুষ্ঠিত হয়।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জিলা স্কুলের অ্যালামনাই এসোশিয়েশনের সহ-সভাপতি রেজাউল বারী ঈসা,সাংগাঠনিক সম্পাদক আক্তারুজ্জামান হিরু, সাংগাঠনিক সম্পাদক সামির হোসেন সহ অ্যালামনাই সদস্য রতন, বিপুল, মিলন পায়েল এবং বর্তমান-প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে টুর্নামেন্টের ম্যান অফ দ্যা সিরিজ ১৯ দলের অধিনায়ক শাহরিয়ার,সর্বোচ্চ গোলদাতা ২১ দলের নাহিদ, সেরা গোলকিপার ০৭ ব্যাচের স্বরন, এবং ফেয়ার প্লে টীম ০৭ এবং টীম ১৭ কে ঘোষণা করা হয়।