আন্তর্জাতিক খবর
ট্রাম্পের মৃত্যু কামনা করে পোস্ট করলে অ্যাকাউন্ট নিষিদ্ধ করবে টুইটার
সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনাক্ত হওয়ার পর থেকে তাঁর সুস্থতা কামনার পাশাপাশি অনেকে তাঁর মৃত্যু কামনা করেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন।
তবে ক্ষুদ্রবার্তার যোগাযোগ মাধ্যম টুইটার নিজের ব্যবহারকারীদের একপ্রকার হুঁশিয়ারিই দিয়েছে এ ব্যাপারে।
এক বিবৃতিতে তারা জানিয়েছে, এ ধরনের বিকৃত মানসিকতার ব্যবহারকারীদের ছাড় দেবে না টুইটার। আচরণবিধি লঙ্ঘনের শস্তি হিসেবে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হবে।
কারো মৃত্যু, শারীরিক ক্ষতি, বড় কোনো রোগ কামনা করে পোস্ট দেওয়া যাবে না। শুধু বিবৃতি দিয়েই নিজেদের কাজ সারেনি টুইটার, এরই মধ্যে কয়েকজন ব্যবহারকারীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে।
অন্যদিকে টুইটারের মতো ফেসবুকও এ ধরনের পোস্ট সরিয়ে ফেলছে।
সূত্র : ফক্স৮