বগুড়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত
বগুড়ায় আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২০ উপলক্ষে পূজা উদযাপন পরিষদের সাথে বগুড়া সদর থানার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৩ অক্টোবর, মঙ্গলবার সকালে শহরের দত্তবাড়ি তন্ময় কমিউনিটি সেন্টারে বগুড়া সদর থানার আয়োজনে আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২০ উপলক্ষে পূজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময় সভায় বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।
বগুড়া সদর থানার এসআই সোহেল রানার পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, বগুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশীষ কুমার রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ।
এ সময় উপস্থিত ছিলেন সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজা, পুলিশ পরিদর্শক (অপারেশন) হাসান আলী, যুবলীগ নেতা আনন্দ কুমার দাস, জাতীয় ক্রীড়াবিদ গোপাল তেউয়ারী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সাধারণ সম্পাদক সুজিত কুমার তালুকদার, যুগ্ম সাধারন সম্পাদক সঞ্জু রায়, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চন্দন কুমার রায় সহ বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ।