বগুড়ায় মোবাইলে টাকা তুলতে গিয়ে তরুণী নিখোঁজ

বগুড়া জেলার সদর উপজেলা উপশহর ঝোপগাড়ী ভুইয়া পাড়া এলাকা থেকে আখেরেতুন্নেছা মৌ নামক টিএমএসএস নার্সিং কলেজের এক ছাত্রী নিখোঁজ হয়েছেন। মেয়েটির বয়স ২৩ বছর। সে একই এলাকার মোঃ মিন্টু মিয়ার ২য় কন্যা।
এ ঘটনায় আজ রাত ৯ টায় আখেরেতুন্নেছা মৌ এর বড় বোন মোছাঃ মিলি বেগম বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
জানা যায়, মৌ আজ সন্ধ্যা ৬টায় বাড়ির সামনে দোকানের উদ্দেশ্যে বাসায় পরিহিত সাধারণ কাপড়ের উপরে বোরখা পড়ে বের হয়। এরপর থেকে সে দীর্ঘক্ষন বাসায় না ফেরায় পরিবারের লোকজন তাকে খুজতে শুরু করে। তবে সকল জায়গায় খোঁজা খুঁজির পর তার কোন খবর না পেয়ে সদর থানায় এসে একটি সাধারণ ডায়েরী করে পরিবারের লোকজন।
মোছাঃ মিলি বেগম জানান, তার বোন মৌ কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী। এ ঘটনার পর থেকেই তারা পরিবার বন্ধু বান্ধব সকল জায়গায় খবরাখবর নিয়েও কোথাও তার বোনের সন্ধান পায়নি। কোন সহৃদয়বান ব্যাক্তি তার খবর পেলে বগুড়া সদর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।