বগুড়ায় শারদীয় দূর্গাপূজা পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন

শারদীয় দূর্গাপূজায় বগুড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জ এর ডিআইজি আব্দুল বাতেন বিপিএম, পিএম।
শনিবার রাতে বগুড়া শহরের চেলোপাড়া সার্বজনীন কালি মন্দির এবং পরবর্তীতে দত্তবাড়ি দেবসেবা মন্দিরে অনুষ্ঠিত দূর্গাপূজার মন্ডপ স্বপরিবারে পরিদর্শনে করেন রাজশাহী রেঞ্জ এর নবাগত এই ডিআইজি।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভুঞা বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে আলী হায়দার চৌধুরী (প্রশাসন), আব্দুর রশিদ (অপরাধ), মোতাহার হোসেন (ডিএসবি), বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, ৩নং ওয়ার্ড কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্তী, বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ, নারুলী ফাঁড়ির ইনচার্জ জামিরুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জু রায়, মন্দির কমিটির পক্ষে সনাতন চন্দ্র দাস প্রমুখ।
পরিদর্শনে ডিআইজি বাতেন স্বাস্থ্যবিধি মেনে যে উৎমবমুখর ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে বগুড়ায় শারদ উৎসব উদযাপিত হচ্ছে তা তে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। সাথে সাথেই শেষ দিন পর্যন্ত সুষ্ঠুভাবে সকল আয়োজন সম্পন্ন করার ক্ষেত্রে সর্বদা পুলিশের পক্ষে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে মর্মে প্রতিশ্রুতি দিয়ে তিনি বগুড়াবাসী সকলে শারদীয়া শুভেচ্ছা জানিয়েছেন।