বগুড়া লাইভ - আপডেট

হালনাগাদের নির্দেশ ৩৩ হাজার সরকারি ওয়েবসাইট

সরকারের ৩৩ হাজারের বেশি অনলাইন ওয়েবসাইট হালনাগাদের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রণালয়-বিভাগের সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে নির্দেশনা পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে বলা হয়েছে, বর্তমানে মন্ত্রণালয় থেকে ইউনিয়ন পর্যন্ত মোট ৩৩ হাজার ৫২টি তথ্য বাতায়নে (পোর্টাল/ওয়েবসাইট) ৫০ হাজার ৯০৯টি সরকারি অফিস যুক্ত আছে।ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ওয়েসবাইটগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এতে আরও বলা হয়, নাগরিকরা তথ্য ও অন্য সেবার জন্য গড়ে প্রতিদিন প্রায় এক লাখ লোক ওয়েবসাইটগুলো ব্যবহার করেন। সহসা আরও বিপুলসংখ্যক সরকারি সেবা ওয়েবসাইটে যুক্ত করা হচ্ছে বিধায় ভবিষ্যতে পোর্টাল ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়বে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অনেক দফতরের ওয়েবসাইটে হালনাগাদ তথ্য-উপাত্ত নেই। ফলে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার চলমান প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও শুদ্ধাচার চর্চা ব্যাহত হচ্ছে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button