বগুড়া সদর উপজেলা

বগুড়ায় কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উপলক্ষে আলোচনা সভা

“মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ায় কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৩১ অক্টোবর শনিবার বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে বগুড়া জেলা পুলিশের আয়োজনে “মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ায় কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উপলক্ষে আলোচনা সভায় বগুড়া কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক মোজাম্মেল হক লালুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশ সুপার মো: আলী আশরাফ ভূঞা, বিপিএম (বার)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া জেলা কমান্ড মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রুহুল আমিন বাবলু, বগুড়ার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান মিলন সিআইপি, বগুড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুল ইসলাম মানিক, মাওলানা নাজমুল হক, দশম শ্রেণীর শিক্ষার্থী মৌলি।

অনুষ্ঠানে এ বছর জেলায় শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য হিসেবে সদর উপজেলা শাখার আহ্বায়ক জিএম সাকলাইন বিটুল এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বগুড়া শাজাহানপুর থানার এসআই ডেবিট হিমাদ্রি বার্মাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বগুড়া কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব শাহাদাৎ আলম ঝুনুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ইন সার্ভিস) রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান, সহকারী পুলিশ সুপার নন্দীগ্রাম সার্কেল আহমেদ রাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (গাবতলী সার্কেল) সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) আরিফুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবীর, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ির ইনচার্জ ও কমিউনিটিং পুলিশিং এর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button