লকডাউনের আগে প্যারিসে ৭০০ কিলোমিটার জ্যাম
করোনা সংক্রমণ পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া দ্বিতীয় দফায় লকডাউন শুরু হয়েছে ফ্রান্সে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ঘোষিত এই লকডাউন কার্যকর হয় গত শুক্রবার থেকে। তার আগেই রাজধানী প্যারিস ছেড়ে অন্য জায়গায় চলে যায় অনেক বাসিন্দা। আর তাতেই রাস্তায় তৈরি হয়ে লম্বা জ্যাম।
ভারতীয় পত্রিকা দ্যা হিন্দুস্থান টাইমস জানিয়েছে, প্যারিস শহর ছেড়ে বের হতে জ্যামের দৈর্ঘ্য গিয়ে দাঁড়ায় ৭০০ কিলোমিটার। লকডাউন চলবে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার প্যারিসের একাধিক জায়গায় ছিল সাপ্তাহিক ছুটির চেহারা। অনেকে বেরিয়ে পড়ের বাইরে বের হওয়ার অনুমতি জোগাড় করতে। পাশাপাশি মুদি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানের সামনে ছিলো ব্যাপক ভিড়। দেশটির সরকার তাদের নাগরিকদের বাড়ির বাইরে না যেতে কড়া নির্দেশনা জারি করেছে। প্রয়োজনীয় কাজে সর্বোচ্চ এক ঘন্টার জন্য বাইরে যাওয়া যাবে। তবে বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে যাওয়া যাবে না।