সারাদেশ

ফুল তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জয়পুরহাটে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে লামিয়া আক্তার নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার করিম নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। লামিয়া আক্তার জয়পুরহাট  সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের করিম নগর গ্রামের সেলিম ইসলামের মেয়ে।

সকালে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে যায় সে। পুকুরের পাশে সদ্য ফোটা ফুল তুলতে গিয়ে পুকুরে পড়ে যেতে পারে বলে ধারনা করছে স্থানীয়রা। সকাল থেকে অনেক খোঁজাখুঁজির পর দুপুরে পুকুর লাশ পাওয়া যায় তার।

প্রতিবেশী সিরাজুল ইসলাম জানান, পুকুরের ধারে ফুলের গাছ রয়েছে। ধারনা করা হচ্ছে খেলাধূলার এক পর্যায়ে শিশু লামিয়া ফুল তুলতে পুকুরের ধারে যায়। সেখানে পা ফসকে পানিতে পড়ে।বিকালে শিশু লামিয়াকে না পেয়ে তার মা খুঁজতে থাকেন। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পাওয়া যায়। শিশু কন্যা লামিয়াকে দ্রুত উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু লামিয়ার পানিতে ডুবে অকাল মৃত্যুর ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, রবিবার বিকেলে শিশু লামিয়াকে না পেয়ে তার মা খুঁজতে থাকেন। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে বাড়ির অদূরে একটি পুকুরে ভাসতে দেখা যায়। পরে পুকুর থেকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক লামিয়াকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button