শেরপুর উপজেলা
বগুড়ায় শেরপুর উপজেলা আওয়ামী লীগ নেতার মৃত্যুতে জেলা আ’লীগের শোক

বগুড়ায় শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহামান তারার মৃত্যুতে শোক প্রকাশ করছেন জেলা আওয়ামীলীগের নেতা-কর্মীবৃন্দ।
তার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বিবৃতীতে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এর আগে,শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহামান তারা (৬৮) গতকাল ১১ই নভেম্বর সন্ধ্যা ৬.০০ ঘটিকায় বগুড়ায় স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।মৃত্যুকালে তিনি ২ ছেলে স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।