কাহালু উপজেলা
কাহালুতে মাস্ক পরিধান না করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

বগুড়ার কাহালুতে মাস্ক পরিধান না করে বাজারে অবাধে ঘোরাফেরা করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা প্রদান করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১২টায় কাহালু বাজারে মাস্ক পরিধান না করায় ভ্রাম্যমান আদালতে ১৫ জন ব্যক্তিকে ২৯৫০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাছুদুর রহমান। এসময় তাকে সহযোগীতা করেন কাহালু থানা পুলিশ।
পরে “নো মাস্ক, নো সার্ভিস” সম্পর্কে মানুষের মাঝে অবহিতকরণ করে তিনি বলেন, করোনা মহামারির এই সময়ে বাসা থেকে বাহিরে বের হলে সকলের মাস্ক পরিধান বাধ্যতামূলক। অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান সহ যে কোন জায়গায় মাস্ক ছাড়া কোন প্রকার সেবা প্রদান করা হবে না।
এছাড়াও কাহালুবাসীর শতভাগ মাস্ক নিশ্চিত করতে এরকম অভিযান ভবিয্যতেও অব্যহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।