জাতীয়

স্কুল খুলে শিক্ষার্থীদের ঝুঁকিতে ফেলতে চান না প্রধানমন্ত্রী

করোনার এ সময়ে স্কুল খুলে শিক্ষার্থীদের জীবন সরকার ঝুঁকিতে ফেলতে চায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষ উপলক্ষ্যে সংসদের বিশেষ অধিবেশনে এ কথা বলেন তিনি।

সংসদ নেতা বলেন, করোনার দ্বিতীয় ঢেউ সম্পর্কে সচেতন আছে সরকার। মোকাবিলায় প্রস্তুতি নেয়া হয়েছে। দেশের মানুষের জন্য ভ্যাকসিনপ্রাপ্তি নিশ্চিত করতে বুকিং দেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশনের সমাপনী বক্তব্যে জাতির পিতার কর্মময় জীবন নিয়েও আলোচনা করেন তিনি। পরে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি জাতীয় সংসদে দেয়া বঙ্গবন্ধুর ভাষণ অধিবেশনে শোনানো হয়।

এছাড়া সমাপনী দিনে পাস হয় মাকদ্রদব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল-২০২০। এর ফলে মাদক মামলার বিচারে আর ট্রাইব্যুনাল গঠন প্রয়োজন নেই।

এই বিভাগের অন্য খবর

Back to top button