জাতীয়

হুমায়ূন আহমেদ এর স্বপ্নের প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন

সরকারি অর্থায়নে ৮০ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে হুমায়ূন আহমেদের স্বপ্নের প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন

নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদের নিজ হাতে গড়া জন্মস্থান নেত্রকোনার কেন্দুয়ায় ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’ এর নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার সকাল ১১ টায় কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের কুতুবপুর গ্রামে হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে সরকারি অর্থায়নে ৮০ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে এ কাজের উদ্বোধন করা হয়।

এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও হুমায়ূন আহমেদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ শেষে লেখকের ৭২তম জন্মদিনে কেক কাটেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও হুমায়ূন পত্নী মেহের আফরোজ শাওন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল, প্রকাশক মাজহারুল ইসলাম, সাংবাদিক জ.ই. মামুন প্রমুখ।

পরে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে অসীম কুমার উকিল জেলার অডিটোরিয়াম নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, অচিরেই নেত্রকোনার প্রতিটি উপজেলায় পাবলিক হল নির্মাণ করা হবে। সেইসাথে জেলায় সংস্কৃতি হাব প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছে সরকার।

উল্লেখ্য, ২০১৯ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত করেছে সরকার।

এই বিভাগের অন্য খবর

Back to top button