জাতীয়

মাস্ক না পরলে সর্বোচ্চ জরিমানা বা শাস্তির নির্দেশনা: মন্ত্রিপরিষদ বিভাগ

মাস্ক না পরলে সর্বোচ্চ জরিমানা বা শাস্তি দেয়ার বিষয়ে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান: যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত করোনার টিকা ভারতের সেরাম ইন্সটিটিউটের কাছ থেকে কিনবে বাংলাদেশ। এ বিষয়ে সর্বশেষ অবস্থা মন্ত্রিপরিষদকে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রাথমিকভাবে বেক্সিমকোর মাধ্যমে ৩ কোটি ডোজ টিকা কিনবে সরকার। এজন্য ৫ নভেম্বর ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে। করোনার টিকা কেনা বাবদ অর্থ মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ৭৩৫ কোটি টাকা দিয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

৩ কোটি টিকা জনগণকে বিনামূল্যে দেয়া হবে বলেও জানান তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button