খেলাধুলা
বঙ্গবন্ধু টি-২০ কাপ এর সূচি পরিবর্তন
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ এর শুক্রবার, ০৪ ডিসেম্বর নির্ধারিত খেলার সময় পরিবর্তন করেছে। পূর্ব সূচি অনুযায়ী এদিন প্রথম ম্যাচ শুরুর কথা ছিল দুপুর ২টা থেকে। টস হবার কথা দুপুর দেড়টায়। দ্বিতীয় ম্যাচ শুরু কথা সন্ধ্যা ৭টায়।
তবে একই দিনে বাংলাদেশ ও কাতারের মধ্যকার বিশ্বকাপ ২০২২ বাচাই পর্বের ম্যাচ থাকায় পরিবর্তন আনতে হয়েছে সূচিতে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে দেয়া নতুন সূচিতে জানানো হয়েছে শুক্রবার প্রথম ম্যাচে টস অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ১১টায় আর ম্যাচ শুরু হবে দুপুর ১২টায়। এই ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বারিশাল ও জেমকন খুলনা।
দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার রাজশাহী। এই ম্যাচটির টস হবে সাড়ে ৪টায় আর ম্যাচ শুরু হবে বিকেল ৫টায়।
উল্লেখ্য, এই পরিবর্তন শুধু ৪ ডিসেম্বরের জন্য।