বগুড়া

ভাস্কর্য নিয়ে অপপ্রচার চালিয়ে দেশের শান্তিপূর্ন পরিবেশ বিনস্ট করার অপচেস্টা চলছে- ম. রাজ্জাক

আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি ও ডাকসুর সাবেক সদস্য ম. আব্দুর রাজ্জাক বলেছেন, পৃথিবীতে যে জাতি তত উন্নত, যে জাতি গর্ব করতে পারে, বীরদের ইতিহাস লিখে রাখতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধুর দূরদর্শী, সাহসী নেতৃত্বে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার রক্তিম সূর্য। বাঙালি পেয়েছে স্বাধীন রাষ্ট্র, নিজস্ব পতাকা ও জাতীয় সংগীত। জাতির পিতা আমাদের দিয়েছেন পবিত্র সংবিধান। দেশের স্রষ্ঠার ভাস্কর্য রাতের বেলা কাপুরুষরা ভেঙ্গে ফেলেছে। যারা ধর্মের নামে অপব্যাখ্যা দেয় তারা মানুষদের বিভ্রান্ত করছে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ব্যাহত করতে একটি চক্র নানা কৌশলে মিথ্যাচার চালাচ্ছে। সেই চক্রান্তের অংশ হিসেবে ভাস্কর্য নিয়ে অপপ্রচার চালিয়ে দেশের শান্তিপূর্ন পরিবেশ বিনস্ট করার অপচেস্টা চলছে। অপশক্তির ষড়যন্ত্র রুখে দিতে হবে। স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়তে হবে। সভায় তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় সকলের দোয়া প্রত্যাশা করেন।

তিনি বুধবার রাতে বগুড়া শহরের সাতমাথাস্থ্য দলীয় কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে কথাগুলো বলেন।

জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় নেতা মনোয়ারুল ইসলাম বিপুল, মেহেদী হাসান রবিন, পাবনা জেলা সাধারণ সম্পাদক রুহুল আমিন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, এনামূল হক টুটুল, বনি সদর খুররম, শহিদুল ইসলাম বাপ্পি, মশিউর রহমান, নাসিমূল বারী নাসিম প্রমুখ।

এই বিভাগের অন্য খবর

Back to top button