সারাদেশ

সিংড়া পৌর মেয়রের সমর্থনে ৩০ টি শ্রমিক সংগঠনের সমাবেশ

রাজু আহমেদ, নাটোর: নাটোরের সিংড়ায় তৃনমৃল আওয়ামী লীগ মনোনিত পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: জান্নাতুৃল ফেরদৌস এর সমর্থনে ৩০ টি শ্রমিক সংগঠন সমাবেশ এবং দোআ মাহফিলের আয়োজন করে।

শুক্রবার সন্ধ্যায় সিংড়া বাসস্ট্যান্ডে এ সমাবেশ এবং দোআ মাহফিল অনুষ্ঠিত হয়।

সিংড়া মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি জাহাঙ্গির আলম এর সভাপতিত্বে সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের বক্তারা পৌর মেয়রের সমর্থনে বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা, আগামী পৌর নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মানবিক মেয়র, কর্মী ও শ্রমিক বান্ধব মেয়র হিসেবে জান্নাতুৃল ফেরদৌস কে পুনরায় মনোনয়ন দেয়ার অনুরোধ জানান।

সভায় উপজেলা, পৌর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button