কাহালুতে কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

“নিরাপদ দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি এই শ্লোগানকে সামনে রেখে সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে বগুড়ার কাহালু থানা পুলিশের আয়োজনে এবং ইউএনএফপিএ’র সহযোগিতায় পৌর এলাকার সাগাটিয়া পশ্চিমপাড়ায় বাল্য বিবাহ, নারী নির্যাতন, নারী প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন কাহালু থানা নারী শিশু হেল্প ডেস্ক এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই গুলবাহার খাতুন। কমিউনিটি সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার সহকারি পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আহমেদ রাজিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, ইউএনএফপিএ এর বগুড়া জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তামিমা নাসরিন, কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান রওশন আকতার। এসময় অনুষ্ঠান সঞ্চালনা করেন কাহালু থানার সেকেন্ড অফিসার ও কমিউনিটি পুলিশিং অফিসার মো. আবু শাহিন কাদির।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু পৌরসভার কাউন্সিলর ফেরদৌস আলম, আছমা খাতুন সহ উক্ত এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক সহ অত্র এলাকার নারী পুরুষবৃন্দ।